চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ১২ দলীয় জোট জামায়াতে ইসলামী এই আসনটিও খেলাফত মজলিসকে ছেড়ে দিয়ে নির্বাচনী সমঝোতা করে। ফলে এই আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের নির্বাচন করবেন।
হবিগঞ্জ-৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির জেলা আমীর মাওলানা মখলিছুর রহমানকে। পরে দাঁড়িপাল্লা প্রতিকে জামায়াতে ইসলামীর প্রার্থী বদল করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনীত করা হয়। কিন্তু জোট ও আসন সমঝোতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনিও।
এ বিষয়ে সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, 'আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিকে এই আসনে নির্বাচন করার জন্য মনোনীত করেছিল। কিন্তু জোটের সমঝোতার কারণে আমি নির্বাচন করছি না। দলের এই সিদ্ধান্ত আমি সাদরে গ্রহণ করেছি।' তিনি আরও বলেন, 'আমি চেয়েছিলাম— এই আসন যেন ইনসাফ ভিত্তিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যিনি নির্বাচিত হবেন, তিনি যেন জনগণের প্রতি ইনসাফ কায়েমের চেষ্টা করেন; এটাই আমার প্রত্যাশা। নির্বাচন না করলেও বর্তমান ও ভবিষ্যতে জনগণের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।'
দ.ক.সিআর.২৫