ইমাম হোসেন, ধর্মপাশা প্রতিনিধি : পৌষের কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাত নামলেই শীতের তীব্রতা বাড়ে, এতে হাওরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠে।
সমাজের এসব অবহেলিত লোকজনদের কথা ভেবে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলা সদর, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নে ঘুরে ঘুরে দুঃস্থ অসহায় মানুষদের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক রতন সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের উদ্যোগ কেবল অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করে না, বরং সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে দৃঢ় করার একটি শক্তিশালী বার্তা দেয় বলে মনে করেন এলাকার সচেতন মহল।
দ.ক.সিআর.২৫