ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা ছেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে একই দিন বিকাল ২টায় উৎসবমুখর পরিবেশে ওসমানীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহসিনা রুশদীর লুনা এবং বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ডামি মনোনয়নপত্র জমা দিলেও আবরার ইলিয়াস দুই উপজেলায় কোন ডামি মনোনয়ন জমা দেননি।
মা ও ছেলের একসঙ্গে মনোনয়ন দাখিলকে ঘিরে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ সময় দুই উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে সিলেট-২ আসনে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দ.ক.সিআর.২৫