চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) হবিগঞ্জে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জিকে গউছ বলেন, জাসাস দীর্ঘদিন ধরে গণতন্ত্র, স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও মানুষের ন্যায্য দাবি আদায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর অবদান অপরিসীম। তিনি বলেন, আগামী দিনে জাসাসসহ সকল সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জাসাসের নেতৃবৃন্দ বলেন, ৪৭ বছরের পথচলায় জাসাস দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫