পারভেজ হাসান লাখাই :: হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিলহান্ট’ অপারেশনে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. আজিজুল মিয়া (৪০) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন লাখাই উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বুল্লা বাজারে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অংশ নেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মো. আখতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, প্রণয় কুমার সরকার, মো. মুন্না মিয়া এবং এএসআই শামীম নুরসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে আসামী মো. আজিজুল মিয়াকে বুল্লা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল মিয়া উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সাবেক মেম্বার আব্দুল বারিকের ছেলে। তার বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-০৮, ধারা-15(3)/25D) মামলা রুজু ছিল। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫