শেখ শোভন আহমেদ : ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান নেতৃত্বদানকারীদের প্রচেষ্টার ও সাধারণ জনগণের প্রত্যাশায় গঠিত হয় বাংলাদেশের একটি নব রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি(এন সি পি)। নব এই দলটি প্রতিষ্ঠাতা কাল থেকেই সর্বসাধারণ ও সচেতন মহলে বেশ আগ্রহের সঙ্গেই গ্রহীত হয়। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষতায় উঠে আসে। যা ইতিহাসে অত্যন্ত বিরল।
আর তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠনগুলোও বেশ সুনামের সাথেই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল জাতীয় ছাত্র শক্তি। যা সারাদেশে ছাত্র রাজনীতিতে ব্যাপক বিস্তার লাভ করেছে সুনামের সাথে। আর তারই ন্যায় গোপালগঞ্জে সাধারণ জনগণের ও ছাত্র সমাজের কাছে গ্ৰহণ যোগ্যতা ও দলের দ্রুত বিস্তার ভালোবাসা বেড়েছে বেশ আশ্চর্যের বিষয়ে। গোপালগঞ্জে বর্তমানে নব প্রজন্ম ও ছাত্র সমাজে জাতীয় ছাত্র শক্তির প্রতি আরোও আগ্ৰহ বেড়েছে গত ১৪ই ডিসেম্বর জেলা কমিটি গঠনের পর থেকেই।
জেলা কমিটিতে আহ্বায়ক: জামিল রশিদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আশিক মোল্লা। যুগ্ম আহ্বায়ক: সাইদুল ইসলাম, আলাউদ্দিন। উকিল, সাকিবুল ইসলাম নাইম, আশিক মোল্লা (সদর), সাহানাজ জাহান। সদস্য সচিব: লিমন মোল্লা। সিনিয়র যুগ্ম সদস্য সচিব: সিয়াম আহমেদ।
যুগ্ম সদস্য সচিব: সজিব আহমেদ, সোহেল মুন্সী, সামিউল হাসান, তানভীর হোসাইন অভি, আনিশা আক্তার মরিয়ম, মোঃ আবির হোসেন, আয়শা আক্তার, জান্নাতি ইসলাম। মুখ্য সংগঠক: সোহাগ শেখ।সিনিয়র সংগঠক: লিমন সরদার।
এছাড়াও সংগঠক ২২ জন এবং ১২ জন মিলিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যা এক বছরের জন্য অনুমোদিত। আর এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই গোপালগঞ্জের সকল উপজেলা ও গ্ৰামে গ্ৰামে তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে জাতীয় ছাত্র শক্তির প্রতি বাড়ছে ভালোবাসা ও আস্থা।
গোপালগঞ্জ শহরের আহসান উল্লাহ বলেন, আমি এবার একজন নতুন ভোটার ও একজন সচেতন ছাত্র আর তাই আমি জাতীয় ছাত্র শক্তিতে যোগদান করেছি কারণ জাতীয় ছাত্র শক্তি সুস্থ ও সুন্দর রাজনীতির সাথে যুক্ত যেখানে কোন বৈষম্য নেই।আমরা ইনসাফে বিশ্বাসী।
গোপালগঞ্জে ছাত্র শক্তির এত দ্রুত বিস্তার ও আগ্ৰহের কারণ কি এরই উত্তরে জাতীয় ছাত্র শক্তির গোপালগঞ্জ জেলা শাখার জনপ্রিয় সদস্য সচিব লিমন মোল্লা বলেন,আমরা আমাদের মধ্যে কোনো বৈষম্য ও হিংসাত্মক মনোভাব রাখি না যার ফলাফল ছাত্র শক্তির প্রতি সকলের আগ্ৰহ।আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই একসাথে। তাই সকলকে আমন্ত্রণ জানায় সুস্থ ধারার রাজনীতিতে।
দ.ক.সিআর.২৫