হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্বাধীন উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মেলার উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার ড. মো. নোমান মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, স্বাধীন উদ্যোক্তা পরিবারের অ্যাডমিন শিবলী খান, লেখক ও প্রকাশক মনসুর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোক্তা মেলা নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পণ্য ও সৃজনশীল উদ্যোগকে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য এই আয়োজন অনুপ্রেরণার উৎস হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এই মেলা আগামী ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন উদ্যোক্তার স্টল, দেশীয় পণ্য, হস্তশিল্প ও নতুন ব্যবসায়িক আইডিয়া প্রদর্শনের সুযোগ থাকছে।
কালনেত্র জেলা প্রতিনিধি চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, স্বাধীন উদ্যোক্তা মেলা হবিগঞ্জের অর্থনৈতিক ও উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ দর্শনার্থীদের মাঝেও উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি করবে।
দ.ক.সিআর.২৫