শেখ শোভন আহমেদ, নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে মধ্যযুগীয় কায়দায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ জেলা হিন্দু মহাজোট।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহে দিপু চন্দ্র দাসকে যেভাবে ধর্ম অবমাননার অভিযোগ এনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা নিন্দনীয়। অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার করতে হবে।
এ ছাড়াও কুমিল্লার রিকশাচালক শান্ত দাস, কুড়িগ্রামের তপন কুমার সরকার, রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণ রায়, নরসিংদীর প্রান্তোষ সরকার হত্যার দ্রুত বিচার ও হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান তারা। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, যুগ্ম সম্পাদক সবুজ রায়, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, বিনয় মধু, ডেবিট বৈদ্য, বিশ্বজিৎ পান্ডেসহ অনেকে বক্তব্য রাখেন।
এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ব্যানারে মানববন্ধন করেছে উপজেলা শাখা।
দ.ক.সিআর.২৫