জিয়াউর রহমান সাজন, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে বিদেশে কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে খলিলুর রহমান পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পারভেজ চুনারুঘাট উপজেলার গোগাউড়া এলাকার মোহাম্মদ মোতাব্বির হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মিরাশি ইউনিয়নের চামলতি গ্রামের মো: আমীন আলী বাদী হয়ে পারভেজের বিরুদ্ধে ১৯ লাখ ২৬ হাজার টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পারভেজ নিজেকে বিদেশে লোক পাঠানোর ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে দালালি কার্যক্রম চালিয়ে আসছিল। বাদীর অভিযোগ, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পারভেজ তাকে ও আরও পাঁচজনকে সৌদি আরবে দুই বছরের কাজের ভিসা দেওয়ার প্রস্তাব দেয়। ভিসা নবায়নযোগ্য এবং মাসিক বেতন জনপ্রতি ৬০ হাজার টাকা হবে- এমন আশ্বাসে জনপ্রতি ৪ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়। প্রাথমিকভাবে জনপ্রতি ৩ লাখ ২৫ হাজার টাকা নেওয়া হয়। প্রস্তাবে রাজি হয়ে ছয়জন ভুক্তভোগী প্রায় সাত-আট মাস আগে নগদ মোট ১৯ লাখ ২৬ হাজার টাকা পারভেজের হাতে তুলে দেন। পরবর্তীতে ভিসার কাগজপত্র সরবরাহ করা হলে দেখা যায়, সেগুলো ছিল মাত্র তিন মাসের ভিজিট ভিসা। এতে বিদেশে যাওয়া বাতিল হয়ে যায়। টাকা ফেরত চাইলে পারভেজ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।
একপর্যায়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চুনারুঘাট থানাধীন বাল্লা রোডের মানিক মিয়ার দোকানে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আসামি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত অঙ্গীকারনামা দেন। এরপর গত ২৫ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চুনারুঘাট শাখার একটি চেক বাদীর অনুকূলে প্রদান করা হলেও নির্ধারিত সময়ে ব্যাংকে উপস্থাপন করলে চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক কারুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দ.ক.সিআর.২৫