‘খিংক ইউরোপ' হবিগঞ্জ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘পার্থ-সঞ্জীব জন্মোৎসব’-এর সমাপ্তি ঘটল।
গতকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে বহু প্রজন্মের সংগীত-গুরু ওস্তাদ স্বদেশ দাশকে ‘সঞ্জীব চৌধুরী সংগীত সম্মাননা’য় ভূষিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্মের উপর আলোচনা পর্ব, কবিতা আবৃত্তি সন্ধ্যা, বইমেলা ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
উৎসবের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ‘খিংক ইউরোপ’। অনুষ্ঠানমালায় প্রতিদিন হাজারও মানুষের সমাগম ঘটে।
দ.ক.সিআর.২৫