চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ঘুরে গণসংযোগ করছেন হবিগঞ্জ ৪ ( চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ কালে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।
স্থানীয় হাট-বাজার ও চা বাগান সহ জনসমাগম আছে এসকল স্থানে এ প্রচারণা করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, কর্মপরিষদ সদস্য এমদাদুল হক চৌধুরী, পেশাজীবি ইউনিট সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, যুব বিভাগ সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা হোসেন মস্তু, সাবেক সভাপতি শফিক লস্কর, সেক্রেটারি সোহেল আহমেদ, সহ-সেক্রেটারি মহিন উদ্দিন শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ, বায়তুল মাল সম্পাদক সিয়াম আহমেদ রনি, সমাজকল্যাণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
দ.ক.সিআর.২৫