হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কৃতী সন্তান কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরী এবং কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পার্থ–সঞ্জীব জন্মোৎসব শুরু হয়েছে গতকাল ২৩ ডিসেম্বর। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের প্রথম দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান।
প্রথম দিনে কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর জীবন, সাহিত্যকর্ম ও গবেষণামূলক অবদান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলা গবেষণা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক জাহান আর খাতুনকে ‘পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়।
আজ উৎসবের দ্বিতীয় দিনে থাকছে কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা, ‘সঞ্জীব চৌধুরী সংগীত সম্মাননা–২০২৫’ প্রদান এবং আবৃত্তি সন্ধ্যা।
এ বছর এই সংগীত সম্মাননায় ভূষিত হচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক স্বদেশ দাশ। এ ছাড়া উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, হবিগঞ্জের গর্বিত সন্তান পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর।
গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “এই জন্মোৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর সাহিত্য ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।”
দ.ক.সিআর.২৫