স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করছেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দক্ষ নেতৃত্ব, কঠোর নজরদারি ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।
তার নির্দেশনায় বাহুবলে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানের আওতায় চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনানুগ ব্যবস্থা। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ রোধে রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম ও গ্রাম পুলিশের সমন্বয়ে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠছে।
এ বিষয়ে ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা করা পুলিশের সাংবিধানিক দায়িত্ব। বাহুবলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতায় বাহুবলকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ জানান, বর্তমান ওসি দায়িত্ব নেওয়ার পর বাহুবল এলাকায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। থানায় সেবা নিতে এসে মানুষ পাচ্ছেন দ্রুত ও আন্তরিক সহযোগিতা।
আইন-শৃঙ্খলা রক্ষায় এমন কার্যকর উদ্যোগের ফলে বাহুবল মডেল থানা এখন সাধারণ মানুষের কাছে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
দ.ক.সিআর.২৫