হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসের নাইটগার্ড শ্রী তপন সরকারকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজারহাট। হত্যাকাণ্ডের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
আজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় রাজারহাট প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এক বিশাল 'মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ' অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে প্রশাসনের কাছে কঠোর দাবি জানান। ব্যানারে উল্লেখ করা প্রধান দাবিগুলো হলো:
শ্রী তপন সরকার হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা।
খুনিদের দ্রুত গ্রেফতার করা।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও কেন বিচার হচ্ছে না, তার জবাবদিহিতা।
আন্দোলনকারীরা জানান, এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়া অত্যন্ত দুঃখজনক। ব্যানারে মৃত তপন সরকারের ছবি সংবলিত প্রতিকৃতি নিয়ে তারা শোক ও প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করা না হলে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
দ.ক.সিআর.২৫