চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার থেকে মোঃ এমরান মোল্লা নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২১ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ এমরান মোল্লা আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা ও আমুরোড বাজারের ব্যবসায়িক।
স্থানীয়রা জানান, তিনি আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মসজিদের পেশ ঈমাম ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়" এমরান মোল্লাকে পুলিশের বিশেষ ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিলহান্ট অভিযানে উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫