হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) হবিগঞ্জ শহরের হল প্রাঙ্গণে জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হাদীর হত্যাকাণ্ডের ন্যায় বিচার এবং জুলাই গণহত্যার খুনীদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আওয়ামী লীগ ও অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন দাবি জানান। এছাড়া সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলে ধরা হয়।
বক্তৃতায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরুউদ্দিন আহমেদ জাকি, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী ফুজায়েল, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক ওস্তার মিয়া তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান, সদস্য জীবন আহমেদ লিটন, হিফজুর রহমান আল রাফি প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক এডভোকেট নজরুল আজিজ জুনেদ, আব্দুল হাই কামাল, মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোঃ নাছিমসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
গায়েবানা জানাজা ও সমাবেশে শহীদ হাদীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।
সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে জোরালো আহ্বান জানান। একই সঙ্গে, শহীদ হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ ধরনের উদ্যোগ সমাজে ন্যায়বিচার ও মানবিকতার মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, এই সমাবেশ শহীদ হাদীর আত্মত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা ও ন্যায়ের দাবিও জোরালোভাবে তুলে ধরেছে।
সমাবেশটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীরা শহীদ হাদীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দ.ক.সওআর.২৫