সিলেট প্রতিনিধি :: শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সিলেটে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ পরিবার। সংগঠনটির উদ্যোগে ২১ ডিসেম্বর দুপুর আড়াইটায় সিলেট নগরীর ক্নীন ব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী সারদা হলের সামনে অনুষ্ঠিত হয়েছে “২ টাকায় শীতের শপিং” কার্যক্রম। যেখানে মাত্র ২ টাকার বিনিময়ে শীতবস্ত্র সংগ্রহের সুযোগ পেয়েছেন অসহায় মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার
আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, তিনি বলেন, “মানবিক উদ্যোগই সমাজকে এগিয়ে নেয়। পরিবর্তিত বর্তমান বৈষম্যহীন সমাজে নিঃস্বার্থ পরিবারের এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক এসএমপি সিলেট এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর সাইফুল ইসলাম, খান মোহাম্মদ মাইনুল জাকির, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, পারভেজ আহমেদ কাযকরী সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট। এছাড়াও সিলেটের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব। আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, শীত মৌসুমে কেউ যেন শীতের কষ্টে না থাকে—এই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ.ক.সিআর.২৫