স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে প্রচার সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সজিব আলী রাজিব।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
জানা যায়, ভোটগ্রহণের আগের দিন রাতে কোনো প্রকার মামলা ছাড়াই বিশেষ অভিযানের অংশ হিসেবে “অপারেশন ডেভিল হান্ট”-এর আওতায় সজিব আলী রাজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরদিন অনুষ্ঠিত নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে না পারলেও ভোটারদের সরাসরি ভোটে তিনি বিজয়ী হন, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সজিব আলী রাজিব দীর্ঘদিন ধরে মিরপুর বাজারে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিচিত ও ২০১৬ সাল থেকে শ্রমিক সংগঠনের সদস্য। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নন বলে দাবি করেছেন তার সহকর্মী ও সমর্থকরা। তবে ২০১৭ সালে একটি ইউনিয়ন কমিটির তালিকায় এডিটিংয়ের মাধ্যমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে পূর্বেও বিতর্ক দেখা দেয়।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফল সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়েছে।
এদিকে গ্রেফতারের বিষয়টি ও নির্বাচনে বিজয়ের ঘটনা একত্রে ঘটায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মন্তব্য— “যদি তিনি ডেভিল হিসেবে অপরাধী হতেন, তাহলে এত বিপুল ভোটে নির্বাচিত হতেন না।” বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন অনেকে।
দ.ক.সিআর.২৫