স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার চা বাগানের অস্বচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি দেবে শিক্ষাবান্ধব এনজিও প্রতিষ্ঠান সেবা।
সেবা (SEBA) কর্তৃক এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)–এর সহযোগিতায় চুনারুঘাট উপজেলার "মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্প" এর আওতাভুক্ত বিদ্যালয়সমূহের বিজ্ঞান বিভাগের অস্বচ্ছল চা-শ্রমিক পরিবারের এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
🎯 আবেদনের শর্তাবলি:
✅ কেবল চুনারুঘাট উপজেলার প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
✅ বিজ্ঞান বিভাগের এসএসসি–২০২৬ পরীক্ষার্থী হতে হবে।
✅ আর্থিকভাবে অস্বচ্ছল চা-শ্রমিক পরিবারের ছাত্ররাই আবেদন করতে পারবেন।
📝 আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য
শিক্ষার্থীর নাম
পিতা ও মাতার নাম
শিক্ষা প্রতিষ্ঠানের নাম
শ্রেণি ও বিভাগ
ঠিকানা
প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্রসহ
মোবাইল নম্বর লিখে নিচের ই-মেইলে আবেদন করতে হবে।
📧 ই-মেইল: sebamirashi@gmail.com
📅 আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫
☎️ যোগাযোগ: ০১৭৯০৮৮৬৩০০
খালিদ হাসান
প্রকল্প সমন্বয়কারী, সেবা (SEBA), মিরাশী।
দ.ক.সিআর.২৫