হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সুপ্রাচীন সাহিত্য সংগঠন হবিগঞ্জ সাহিত্য পরিষদ–এর ৩৪ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য ও গ্রন্থমেলা, উদ্যোক্তা মেলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, জনাব গোলাম মোস্তফা রফিক, প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী (জালাল) এবং জনাব আবু সালেহ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি জনাব তাহমিনা বেগম গিনি। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। দীর্ঘ ৩৪ বছর ধরে হবিগঞ্জ সাহিত্য পরিষদ সাহিত্যচর্চা, নতুন লেখক সৃষ্টি ও লোকজ সংস্কৃতি লালনের মাধ্যমে এই অঞ্চলের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল করে তুলতে বিশেষ সহায়ক।
গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান এই ধরনের সাহিত্য ও গ্রন্থমেলা শুধু একটি আয়োজন নয়, এটি সমাজকে মানবিক ও সচেতন করে গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম।
অনুষ্ঠান শেষে লোকজ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পুরো আয়োজন জুড়ে ছিল বইয়ের স্টল, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী এবং সাহিত্যপ্রেমীদের মিলনমেলা।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে হবিগঞ্জ সাহিত্য পরিষদ, হবিগঞ্জ।
দ.ক.সিআর.২৫