হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাসেমের নিকট থেকে জি কে গউছের পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ।
দ.ক.সিআর.২৫