হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি না জানানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবু নাসের এর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শহিদদের স্মরণে কোনো পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আবু নাসের বলেন, “আমরা ২১শে ফেব্রুয়ারিতে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে দেখিনি। তবে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।”
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা কাউচার শোকরানা বলেন, “কোনো বিদ্যালয়ে যদি শহিদ মিনার না থাকে, তাহলে পার্শ্ববর্তী বিদ্যালয় কিংবা যেকোনো নিকটবর্তী প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে হবে। যদি শ্রদ্ধাঞ্জলি প্রদান না করে থাকে, তাহলে তা অন্যায়।”
তিনি আরও বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান রিয়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিনে শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো দায়িত্ব ও কর্তব্যের অংশ।
তবে জানাযায় যে, অধ্যক্ষ মোঃ আবু নাসের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।
দ.ক.সিআর.২৫