চুনারুঘাট উপজেলার পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে ইউএনও জিয়াউর রহমানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী সায়েব আলী মীর প্রমুখ।
মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, আমরা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধের ময়দানে লড়াই করে এ দেশ স্বাধীন করেছি। দেশের ছেলেরা (তরুণ কর্মকর্তা) যে সম্মান দেখিয়েছেন সেটা ভূলবনা না।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫