হবিগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ শিল্পী সমাজের আয়োজনে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কবি ও তরুণ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়। দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
এই বিষয়ে গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “মহান বিজয় দিবস শুধু একটি দিবস নয়, এটি আমাদের আত্মপরিচয় ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসের প্রতীক। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এবং দেশপ্রেমে আরও দৃঢ় করে তোলবে। হবিগঞ্জ শিল্পী সমাজকে এমন সময়োপযোগী ও অর্থবহ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ।”
তিনি আরও জানান, শিল্প-সংস্কৃতির ধারাবাহিক চর্চার মাধ্যমেই একটি জাতির ইতিহাস, চেতনা ও মূল্যবোধ টিকে থাকে। ভবিষ্যতেও বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলোতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫