নিজস্ব প্রতিবেদক : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের সিরাজ মিয়ার বাড়ির শিশু কল্যাণ কেন্দ্রে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ডিজিটাল নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে পিভিএইচপি প্রকল্পের দোলনচাপা হাবের বগাডুবি শিশু কল্যাণ কেন্দ্রে এই ডিজিটাল নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার। সঞ্চালনা করেন উপজেলা কমিউনিটি হাব অর্গানাইজার অফিসার জনাব কিবরিয়া আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো: শামীম মিয়া, সাংবাদিক আসাাদ ঠাকুর, ইয়ংস্টার বয়েস ক্লাব এর নির্বাহী সদস্য কামরুল ইসলামসহ স্থানীয় আরও অনেকেই।
সভায় বগাডুবি শিশু কল্যাণ কেন্দ্রের সকল শিশু ও তাদের আভিভাবকগণের উপস্থিতিতে মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার বলেন, কন্যা শিশুদের প্রতি অভিবাবকদের সজাগ দৃষ্টি রাখার এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দ.ক.সিআর.২৫