চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাটের বগাডুবিতে জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে হিন্দু পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী স্থানীয় এক মুসলিম পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি সপ্তাহ আগের বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য নির্মল চন্দ্র দাস চুনারুঘাট থানায় অভিযোগ দিয়েছেন। তিনি আহম্মদবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের বাসিন্দা।
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি মোঃ বিল্লাল মিয়া (২৭) পিতা মৃত গণি মিয়া। তারাও একই এলাকার বাসিন্দা।
অভিযোগে নির্মল দাস উল্লেখ করেন, ২৭ অক্টোবর বেলা দেড়টার দিকে প্রতিপক্ষ বিল্লাল মিয়া সঞ্জিত দাসের উপর হামলা চালায়। সঞ্জিত দাস ওই দিন জমিতে গাছের চারা রূপন করতে গেলে এ হামলার শিকার হন। এ সময় সঞ্জিত দাসের পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাঁদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
নির্মল দাসের বক্তব্য, তাঁদের উচ্ছেদ করে জমি দখলের জন্য প্রভাবশালী বিল্লাল মিয়া ওই জমিতে গায়ের জোরে খড়ের স্তুপ দিয়ে রেখেছেন। এছাড়াও একটি রান্নাঘর, একটি ময়লার খাদ, সবজির বাগান করে রেখেছেন। আর ওইসব কাজে বাধা দিতে গেলে বিল্লাল মিয়া হামলা চালিয়েছেন। এখনো ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন।
একই এলাকার বাসিন্দা ও আহম্মদাবাদ ইউনিয়নের মেম্বার শামীম মিয়া বলেন, নির্মল দাসের বাবা সামাজিক শালিশের মাধ্যমে বিল্লাল মিয়ার বাপ চাচাদেরকে অতিরিক্ত ৫শতক জমি দানের পরও পার্শ্ববর্তি জমিটি বিল্লাল মিয়া অন্যায় ভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে অনেকদিন ধরে। এমন ঘৃন্য, অমানবিক ও সাম্প্রদায়িক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এলাকাটির কয়েকজন বাসিন্দা একাধিক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, সনাতন ধর্মাবলম্বীর ওপর হামলাকারী ব্যক্তি (বিল্লাল মিয়া) স্থানীয় পর্যায়ের আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এবং তাঁর বাড়ির পাশেই ওই হিন্দু পরিবারটির বসবাস। জমিজমা নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছে।
অভিযোগের বিষয়ে বিল্লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, উল্লেখিত জমিটি ব্যবহার করার জন্য নির্মল দাসের বাবা শালিশ বসার দিন বলেছিলেন। এ কারণে সে জমিটি ব্যবহার করে আসছে!
দ.ক.সিআর.২৫