চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে সশস্ত্র গাছ চোর চক্র ও বন বিভাগের সদস্যদের মধ্যে ভয়াবহ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে মোট ৩৪ রাউন্ড গুলি বিনিময় হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটা পর্যন্ত কালেঙ্গা রেঞ্জের পাহাড়ি এলাকায় সংঘর্ষ চলতে থাকে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই সময় সংঘবদ্ধ একটি গাছ চোর চক্র পাহাড়ের ভেতরে অবৈধভাবে সেগুনগাছ কাটছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা বিট কর্মকর্তা অল-আমিনের নেতৃত্বে তিনজন বনরক্ষী ঘটনাস্থলে অভিযান চালান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে গাছ চোরেরা তাদের লক্ষ্য করে ধাওয়া শুরু করে। আত্মরক্ষার্থে বনরক্ষীরা গুলি ছুড়লে গাছ চোরেরাও পাল্টা গুলি চালায়। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক জানান,
“গাছ চোরদের আচরণ ছিল অত্যন্ত বেপরোয়া। তারা সংখ্যায় বেশি ছিল এবং ভারী অস্ত্রে সজ্জিত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বনরক্ষীরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হন।”
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গাছ চোর চক্রটি পাহাড়ি অরণ্যের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যবহৃত শটগানের একাধিক সেফনসা (কার্তুজের খোসা) উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে মূল্যবান গাছ কেটে পাচার করে আসছে। বনরক্ষীদের ওপর এমন সশস্ত্র হামলা বন সম্পদ রক্ষা কার্যক্রমকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ। পাশাপাশি অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে বন বিভাগ, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচেতন মহলের মতে, দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত যৌথ অভিযান জোরদার না করা হলে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল শুধু পরিবেশগত নয়, মানবজীবনের জন্যও মারাত্মক ঝুঁকিতে পরিণত হতে পারে।
দ.ক.সিআর.২৫