নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল : হবিগঞ্জের
বাহুবল মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে মোহাম্মদ সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। জামালগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়।
নতুন কর্মস্থল বাহুবল মডেল থানায় যোগদান করে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও বিভিন্ন অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
জনগণের আস্থা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন ওসি।
দ.ক.সিআর.২৫