কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পুলিশ সুপার (এসপি) জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে জেলায় চলমান সাঁড়াশি অভিযানে ফের বড় সাফল্য দেখাল পুলিশ। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুরে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি গাঁজা সহ মোট তিন জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি দল রমনা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক ১১:৪৫ মিনিটের দিকে ওই স্থান থেকে ১৪ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন: মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯), নাজির হোসেন (২৮) তিনজনই জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার বাসিন্দা।
আটককৃত গাঁজাগুলো দুটি বড় ব্যাগে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় ছিল, যা ছবিতে (ছবিটি দেখুন) দেখা যাচ্ছে।
পুলিশ মিডিয়া সেলের বক্তব্য:
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের কড়া নির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চিলমারী থানা পুলিশের সফল অভিযানে এই তিন মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, "কুড়িগ্রাম জেলা পুলিশ এই অঞ্চলের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিলমারী থানায় একটি মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই জেলায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান কঠোরভাবে ও নিয়মিতভাবে পরিচালিত হবে।"
জেলা পুলিশের এই ধরনের ধারাবাহিক সফলতা স্থানীয় সুধীমহলে প্রশংসিত হয়েছে।
দ.ক.সিআর.২৫