আজিজুল হক নাসির : চুনারুঘাট উপজেলার ছরশ্রী গাদিশাল সাদ্দাম বাজার সড়ক নামক স্থানে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৫৫) ও আঃ জাহির (৫০) নামের ২ ব্যক্তিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই রিপন সিংহ এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালামাল নিয়ে রাস্তায় লেনদেন কালে জুয়েল মিয়া ও আঃ জাহিরকে হাতেনাতে আটক করা হয়।
জুয়েল মিয়া চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রশিয়া গ্রামের মঞ্জুর আলীর পুত্র ও আঃ জাহির মিয়া চুনারুঘাট উপজেলার গাদীশাল গ্রামের আঃ মোতালিব এর পুত্র।
আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩লাখ ১৫ হাজার টাকা প্রায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিলো বলে জানিয়েছেন ওসি (ডিবি) এ কে এম শামীম হাসান।
দ.ক.সিআর.২৫