মোঃ শাহ আলম, দোয়ারাবাজার : দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে চরম জনবল সংকট ও অবকাঠামোগত দুরবস্থার কারণে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা অপ্রতুল থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
কেন্দ্রটিতে মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মিড-ওয়াইফ নার্স, পরিবার কল্যাণ পরিদর্শক থেকে শুরু করে অফিস সহায়ক, ঝাড়ুদার ও নিরাপত্তা কর্মী—অধিকাংশ পদই দীর্ঘদিন ধরে শূন্য। ফলে মা ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন,
ডাক্তার-নার্স কেউই থাকেন না। সামান্য চিকিৎসার জন্যও দূরে যেতে হয়। আমাদের এই কেন্দ্রে যেন কারও নজর নেই।
অবকাঠামোগত সমস্যাও তীব্র। পূর্বে তিনটি বিদ্যুৎ মিটার থাকলেও বর্তমানে দুটি মিটার খুলে নেওয়া হয়েছে। একটি মিটার দিয়ে কোনোমতে কার্যক্রম চালানো হলেও বিদ্যুৎ বিঘ্ন ঘটলেই পুরো সেবা কার্যত বন্ধ হয়ে যায়। এছাড়া কেন্দ্রের পানির লাইন, বেসিন ও কলগুলো নষ্ট পড়ে আছে। স্যানিটেশন ব্যবস্থার এই বেহাল দশা রোগী ও স্টাফদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।
এ ছাড়া স্বাস্থ্য কেন্দ্রটিতে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ঝুঁকি চরম, আর কেন্দ্রটিতে যাওয়ার কোনো লিংক রোড না থাকায় রোগী ও চিকিৎসাকর্মীদের চলাচলও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে দোহালিয়া উপ স্বাস্থ্য কেন্দ্রের জনবল সংকট দূর করা সহ বিদ্যুৎ, স্যানিটেশন, সীমানা প্রাচীর ও লিংক রোডের সমস্যাগুলো সমাধান করতে হবে।এই অবস্থায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
দ.ক.সিআর.২৫