মীর জুবাইর আলম : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুর রাজ্জাক মজুমদার এর ছেলে জুয়েল মজুমদার এর ঘর একই গ্রামে মৃত ইকরামুল্লার ছেলে লেবু মিয়া ও লুতু মিয়ার ঘরের গভীর রাতে চুরি করে একই বাড়ির কাজল মিয়ার ছেলে সানি মিয়া (১৯) দুধপাতিল গ্রামের বন্দের বাড়ির লুতু মিয়ার ছেলে লিটন (২০) মিলে তারা রাতের আধারে ঘরের আসবাবপত্র সহ হাঁড়ি পাতিল ৩ টি ফ্রীজ ২টি টিভি, ৯ টি ফ্যান গ্যাসের চোলাসহ প্রায় কয়েক লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘর মালিক জানান, আমরা চাকুরীর সুবাদে কেউ চট্টগ্রামে কেউ ঢাকায় অবস্থান করি।যারফলে ঘরগুলো একদম খালি থাকায় চোরেরা সহজেই চুরি করতে পারছে।
খোঁজ নিয়ে দেখা যায় ঘরের টিন খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা খুলে মালামালগুলি বের করে নিয়ে যায়।
আরও জানাযায়, পাশের মজুমদার বাড়িতে গত বৃহস্পতিবার সারোয়ার মিয়ার ঘর চুরি হওয়ায় স্হানীয় ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আলী সহ চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর মৃদুল হাসান তরফদারের নেতৃত্ব চুর আটক করে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করে স্হানীয় ইউপির মেম্বার মুন্সি আব্দুল হাসিমের জিম্মায় দেওয়া হয়।
চুর ৩ জনকে চুনারুঘাট থানা নিয়ে যাওয়া হয় সংবাদ সংগ্রহ পযন্ত মামলার প্রস্তুতি চলছে।
দ.ক.সিআর.২৫