চুনারুঘাট প্রতিনিধি।: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী ছাত্র মোঃ সাইদুজ্জামান তরফদার (তানভীর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ১৭৯ লিভিংস্টন স্ট্রিট এলাকার "এসটি ফ্রান্সিস কলেজ" থেকে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স এবং বিজনেস ম্যানেজমেন্টে এমএস ম্যানেজমেন্ট মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউএসএ সময় বিকেল সাড়ে ৫টায় ওই কলেজের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মোঃ সাইদুজ্জামান তানভীরকে সংবর্ধনা দেয়া হয়।এ ব্যাপারে মোঃ সাইদুজ্জামান তানভীর বলেন,২০০৪ইং সালে ঢাকায় তৃতীয় শ্রেণী থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্নাতকোত্তর - অসংখ্য উত্থান-পতনে ভরা এক দীর্ঘ পথ। এই সবের মাঝে আমার প্রিয় ভাইবোন আমাকে তাদের নিজের ছেলের মতো মানুষ করেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমার সবচেয়ে বড় শক্তি এবং অনুপ্রেরণা হিসেবে।
আজ, যখন আমি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি, আমি জানি আমি একা এই পথে হাঁটিনি। আমার বাবা - আমার জীবনের সবচেয়ে সম্মানিত এবং প্রিয় ব্যক্তি - আমাকে কখনও পড়াশোনা করতে বা ডিগ্রির পিছনে ছুঁটতে বাধ্য করেননি। তিনি কেবল আমার উপর বিশ্বাস রেখেছিলেন। তাঁর বিশ্বাস, আমার শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা সহ, আমাকে এই পর্যন্ত এনেছে এবং ছোটবেলায় আমি যে স্বপ্ন দেখেছিলাম তা অর্জনে সাহায্য করেছে।
পাঁচ বছর বয়স থেকেই "আমি বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখেছিলাম"। তখন এটি কেবল একটি স্বপ্ন ছিল - লক্ষ্য ছিল না। কিন্তু মহামারীর পরে, সেই স্বপ্ন আমার লক্ষ্যে পরিণত হয়েছিল। তিন বছর আগে আমি আমার স্বপ্নের দেশ যুক্তরাজ্যে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। সবকিছু প্রস্তুত ছিল, কেবল বিমানের অপেক্ষায়। সেই সময়, আমার জীবনের অন্যতম সেরা সঙ্গী বন্ধু জামিল আহমেদ- যুক্তরাজ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার পথ পরিবর্তন করেছিলেন এজন্য আজ আমি তার প্রতি কৃতজ্ঞ। তার সাহায্য, নির্দেশনা এবং সমর্থন এই যাত্রাকে সম্ভব করেছে এবং তিনি এখনও আমার পরিবারের সদস্যদের মতো আমার পাশে আছেন।তিনি বলেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ফুফাতো ভাই এবং ভগ্নিপতি মিজানুর রহমান ভাইয়ের প্রতি।তিনি ছোট বেলা থেকেই ছোট ভাইয়ের মতো আমাকে ভরনপোষণ,লেখাপড়ার খরচসহ সর্বাত্মক সহযোগিতা করেছেন।আমি ঢাকা তাঁর বাসায় থেকে লেখাপড়া করেই আজ আমেরিকাতে স্নাতকোত্তর অর্জন করতে পেরেছি।সকল কৃতিত্ব তাদেরই।তিনি বলেন,আমার যাত্রা জুড়ে যারা আমাকে - দৃশ্যমান বা অদৃশ্যভাবে - ভালোবাসা, সমর্থন এবং প্রার্থনা দিয়ে সাহায্য করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোঃ সাইদুজ্জামান তরফদার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মাস্টার মরতুজ আলী তরফদার-এর পুত্র এবং দৈনিক সংগ্রাম-এর চুনারুঘাট প্রতিনিধি ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারী শেখ মোঃ হারুনুর রশিদ এর শ্যালক(ছোট ভাই)।
৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি ৫ম।ছোট ভাই ওয়াহিদুজ্জামান তানিম উপজেলার চাটপাড়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা থেকে ফাজিল চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে।তাঁর বাবা মাস্টার মরতুজ আলী তরফদার চুনারুঘাট সদর প্রাথমিক বিদ্যালয়ে বহুবছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার পর ২০১১ সালে অবসরপ্রাপ্ত হন।এর আগে ২০০২ সালের ১১ মে তারঁ গর্ভধারীণি ‘মা’ মৃত্যুবরণ করার পর তাঁর মেজো বোন লেখাপড়ার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।
মোঃ সাইদুজ্জামান তরফদার তাঁর মেজো বোনের ঢাকার বাসায় থেকে ২০০৪ইং সাল থেকে সাভার আনিস মেমোরিয়াল একাডেমি থেকে তৃতীয় শ্রেণী-ষষ্ঠ শ্রেণী,২০১১ সালে মুসলিম মডার্ণ একাডেমি থেকে ব্যবসায় শিক্ষা বিষয় নিয়ে এসএসসি,২০১৩ সালে বিএএফ শাহীন কলেজ(ঢাকা)থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী,২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে বিবিএ ও স্নাতকোত্তর সম্পন্ন করে পুণরায় মাস্টার্স ডিগ্রি অর্জন করতে আমেরিকা যান।তিনি তাঁর প্রিয় বাবা, ভাই-বোন -এবং প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুন্দর জীবন গঠনে সকলের দোঁয়া চেয়েছেন।
দ.ক.সিআর.২৫