মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও পরামর্শ সভা। বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাটের রোকশানা কনভেনশন হলে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মীর সীরাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, হবিগঞ্জ-৪ আসনের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সুসংগঠিত হতে হবে। নেতাকর্মীরা যেভাবে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, আমি সেই আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। চুনারুঘাট মাধবপুরে বিএনপির ভোটের অভাব নাই শুধু সুষ্ঠু পরিচালনা করলেই আমাদের বিজয় আসবে।
তিনি আরও বলেন, এই আসন বিএনপির ঘাঁটি। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে কেউ পিছপা হবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট মোঃ আব্দুল হাই, রানীগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছালেহ মোঃ শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক শফিক মিয়া মহালদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল ইসলাম মাসুম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ আহমেদসহ বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সংগঠনকে আরও গতিশীল করা, কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়ে নানা পরামর্শ তুলে ধরা হয়।
নেতাকর্মীরা বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সঠিক কৌশলে মাঠে থাকলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত।
দ.ক.সিআর.২৫