স্টাফ রিপোর্টার: চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামের মদন মোহন জিউর আখড়ার দামোদর মাসের মঙ্গলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) চুনারুঘাট-মাধবপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, বড়াইল গ্রামের বিশিষ্ট মুরুব্বী জনাব মোঃ আলা উদ্দিন, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এড. মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব কাউন্সিলর লুৎফর রহমান জালালসহ বড়াইল গ্রামের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দ ও এলাকাবাসী।
নেতৃবৃন্দরা অনুষ্ঠান উপভোগ করাসহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলের কাছে সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
দ.ক.সিআর.২৫