মো: জাহিদ হাসান কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা পুলিশ একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও নগদ ১৩ হাজার টাকা সহ একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলম-এর নির্দেশনায় ও নিবিড় তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের অবৈধ কারবার পরিচালনার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দল সুকৌশলে এই অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর, ওসি নাজমুল আলমের নেতৃত্বে একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযান দলটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামকান্ত গ্রামে অবস্থিত এলজিইডি মোড়-কে লক্ষ্যবস্তু করে। অভিযান চলাকালে ওই মোড়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি বড় ব্যাগ তল্লাশি করা হলে তার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। গণনা ও পরিমাপ শেষে নিশ্চিত করা হয়, ব্যাগে মোট ১০ কেজি ২ শত গ্রাম গাঁজা ১৩ হাজার টাকা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম শ্রী নারায়ন রায় (৩৫)। তিনি রাজারহাট থানার ছিনাই ইউনিয়নের রামকান্ত গ্রামের ননী গোপাল চন্দ্র রায়ের পুত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিরঞ্জন রায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে স্থানীয়ভাবে পাইকারি ও খুচরা বিক্রির সাথে জড়িত ছিলেন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল আলম জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এই অভিযান তারই প্রমাণ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে যথাযথ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।"
তিনি আরও যোগ করেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে চলবে।
দ.ক.সিআর.২৫