কালনেত্র প্রতিবেদক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি, শাড়ী, এবং যানবাহন আটক করেছে। যার মোট সিজার মূল্য প্রায় আনুমানিক ৩ কোটি ৪২ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা।
বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সাতছড়ি রোডে বিপুল পরিমানে ভারতীয় চোরাই পন্য গোপনভাবে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার হবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত ১৭ নভেম্বর সোমবার ভোর রাতে চুনারুঘাট-সাতছড়ি রোডে সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্বগোপন করে থাকে। পরবর্তিতে ১০ ঘটিকায় ০১টি ট্রাক আসতে দেখে সন্দেহ হলে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে ট্রাক ভর্তি পাথরের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় চোরাচালানী পণ্য ভারতীয় জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি, শাড়ী, এবং যানবাহন আটক জব্দ করতে সক্ষম হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান।
দ.ক.সিআর.২৫