হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধিঃ
বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে আজ ১৮ নভেম্বর, ২০২২ তারিখে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
"বাল্যবিবাহ প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি সদস্যদের সাথে টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা"-এর ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্দেশ্য:
এই কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য একটি সমন্বিত ও টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন করা। বক্তারা বাল্যবিবাহের আইনগত দিক, এর ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্ষতি এবং দারিদ্র্যের সঙ্গে এর গভীর সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।
আয়োজক ও সহযোগী সংস্থা:
কর্মশালাটি চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Plan International Bangladesh) ও এনআরকে-টেলিথন-এর অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় সফলভাবে সম্পন্ন হয়।
আলোচনায় অংশগ্রহণ:
কর্মশালায় বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমেই নয়, বরং সামাজিক সচেতনতা ও তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের অঙ্গীকারের মাধ্যমেই বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। ইউনিয়ন পরিষদের সদস্যগণ বাল্যবিবাহের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবহিত করা এবং এ বিষয়ে স্থানীয় পর্যায়ে প্রচার চালানোর অঙ্গীকার করেন।
পরিশেষে, আয়োজক সংস্থা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, এই কর্মশালা থেকে প্রাপ্ত সুচিন্তিত মতামত ও পরিকল্পনাগুলো রাজারহাট উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধের আন্দোলনকে আরও গতিশীল করবে এবং একটি শিশুবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।
দ.ক.সিআর.২৫