মোঃ সুমন মিয়া: চুনারুঘাটে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকটে আব্দুল মতিন (৪৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। ভুক্তভোগীদের দাবী, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার থাকলেও সময়মতো তা পাওয়া যায় নি, ইমার্জেন্সি বিভাগে থাকা অক্সিজেন সিলিন্ডার চাইলে সেখানে থাকা দায়িত্বরত অফিসারও তা দিতে রাজি হননি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসের প্রদাহ ও শ্বাসকষ্ট জনিত রোগে গত ১৫ নভেম্বর চুনারুঘাট হাসপাতালে ভর্তি হন পৌরসভার পাকুড়িয়া গ্রামের আঃ রশিদের পুত্র আব্দুল মতিন। দুইদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকাল ৩:৩০ মিনিটে তিনি মারা যান।
কর্তব্যরত মেডিকেল অফিসার সিরাজাম মুনিরা জানান, আব্দুল মতিন আগে থেকেই অসুস্থ ছিলেন, সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন, আমরা উনাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে রেফার্ডও করেছি, কিন্তু রোগীর আত্মীয়রা এখানে রেখে চিকিৎসা করাতেই অনড় ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত নার্স রোজিনা আক্তার বলেন, মারা যাওয়ার আগে রোগীর অক্সিজেন লেভেল স্বাভাবিক ছিল। টানা দুইদিন সিলিন্ডার অক্সিজেনের পাশাপাশি কনসেনটেটর অক্সিজেনও নিয়মিত চলছিল। মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটের দিকে বিদ্যুৎ চলে গেলে ডেলিভারি ওয়ার্ডে অক্সিজেনের প্রয়োজন পড়ে, ফলে অবশিষ্ট একটিমাত্র সিলিন্ডার দিয়ে আমাদের পক্ষে দুইজন রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
আব্দুল মতিনের শ্যালক মোঃ মাসুক মিয়া অভিযোগ করে বলেন, জরুরি বিভাগে থাকা অক্সিজেন সিলিন্ডারটি পেলে হয়তো আমাদের রোগী বেঁচে যেত, কিন্তু চেয়েও আমরা তা পাইনি। তিনি আরো অভিযোগ করেন, বিদ্যুহীন অবস্থায় একটিমাত্র সিলিন্ডার দিয়ে এখানে যেভাবে চিকিৎসা দেয়া হচ্ছে তা রীতিমতো আতঙ্কের। উপজেলার ৫ লক্ষ মানুষের জন্য মাত্র দু'একটি সিলিন্ডার দিয়ে কীভাবে চিকিৎসা দেয়া হচ্ছে তা আমার বোধগম্য নয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দ.ক.সিআর.২৫