কাজী মাহমুদুল হক সুজনঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান এর দলীয় পদত্যাগ পত্র প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে দলীয় প্যাডে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রেজবির সাক্ষরিত এক পত্রে এ ঘোষনা দেয়া হয়। অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জিকে গউসসহ অন্যান্যদের দেয়া হয়েছে।
এ খবরে সোমবার চুনারুঘাট বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বিরাজ করছে। অনেকেই আবারও উনাকে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে পুঃনবহাল চেয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সরকার মোঃ শহীদ বলেন, সৈয়দ লিয়াকত হাসান সর্বজন শ্রদ্ধেয় লোক এবং বিএনপি পরিবারের প্রাণ। উনাকে আমরা উপজেলা বিএনপির সভাপতি হিসাবে পুঃনবহাল চাই।
একই দাবী জানান চুনারুঘাট পৌর সভায় সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু। তিনি বলেন, সৈয়দ লিয়াকত হাসান একজন বিএনপির নিবেদিত প্রান। তিনি একাধারে ১৭ বছর বিএনপির সভাপতি ছিলেন। জনপ্রতিনিধি ছিলেন। উনাকে আমরা সভাপতি হিসাবে আবারো আমরা চাই। তাদের সাথে একমত প্রকাশ করে চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবু সালেহ শফিকুর রহমান বলেন, জনপ্রিয় এই ব্যাক্তিকে আমরা সভাপতি হিসাবে পুনঃ বহাল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জুড়ালো দাবি জানাই।
দ.ক.সিআর.২৫