চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাটে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার, ৫নং শানখলা ইউনিয়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশই জনতা—জনতাই পুলিশ এই মূলমন্ত্রকে সামনে রেখে সমাজ থেকে অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণ আরও দ্রুত ও সহজে পুলিশি সেবা পাবেন বলেও জানানো হয়।
আয়োজনে: ৫নং বিট, শানখলা ইউনিয়ন, চুনারুঘাট থানা, হবিগঞ্জ।
দ.ক.সিআর.২৫