আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামের সরকারি রাস্তা দখল করে অট্টালিকা নির্মাণের অভিযোগ উঠেছে ওই গ্রামের মৃত বিনন্দ সরকারের পুত্র সুখলাল সরকারের বিরুদ্ধে। গ্রামবাসী বলছেন, সুখলাল ওই অট্টালিকা নির্মাণের সময় তারা তাকে রাস্তা থেকে সরিয়ে নির্মাণ করতে বলেছেন । কিন্তু সুখলাল গ্রামবাসীর কথা না শুনে গায়ের জোরে রাস্তার জমি দখল করে অট্টালিকা নির্মাণ করেছেন। এমনকি, গ্রামবাসীর মৌখিক অভিযোগে স্থানীয় (বিশগাঁও) ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মঈনুল ইসলাম রাস্তার মাঝথেকে ৯ফুট দূরে তার অট্টালিকা নির্মাণ করতে বললেও তা আমলে নেননি সুখলাল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ।
সুখলাল বলছেন, তিনি তাঁর খরিদা জমিতে গৃহ নির্মাণ করছেন। তাতে কারোর নাক গলানো ঠিক নয়।
এ বিষয়ে, গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, বিস্তারিত জেনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দ.ক.সিআর.২৫