কালনেত্র প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে চুনারুঘাট থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
কথিত আছে যে, দীর্ঘ এক যুগ ধরে দলীয় পদ ব্যবহার করে বনভূমি থেকে শুরু হয় তার লুটপাট। অভিযোগ রয়েছে, তিনি দলের কিছু নেতা-কর্মীকে নিয়ে গড়ে তোলে ছিলেন একটি গাছ পাচার সিন্ডিকেট, যার ফলে উদ্যানে উজাড় হয়ে যায় বহু মূল্যবান গাছ। শুধু তাই নয়, পরে তার নজর পড়ে উদ্যানসংলগ্ন সিলিকা বালুর ওপর। এতে ধ্বংস হয় সাতটি পাহাড়ি চূড়া।
এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে কালাম নিজ উদ্যোগে সাতছড়ি উদ্যানে একটি মার্কেট নির্মাণ শুরু করেছিলেন। স্থানীয় আদিবাসীদের প্রতিবাদের মুখে কাজ বেশ কিছুটা এগোলেও শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, সাংবাদিক পরিচয় ব্যবহার করে আবুল কালাম আজাদ নানা অনিয়মে জড়িত ছিলেন।
দ.ক.সিআর.২৫