মহিবুর তালুকদার শিবলু : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে আইন শৃংখলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বোধবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়ন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুর ইসলাম।
সভায় বক্তারা পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাই পুলিশ আর জনতার পারস্পারিক সম্পর্ক হবে সৌহাদ্যপূর্ণ এমনটাই মনে করেন সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ ও গণ্যমান্য ব্যক্তিগণ।
দ.ক.সিআর.২৫