নিজস্ব প্রতিবেদক:
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কির্তাই গ্রামের (বগাডুবির শেষ অংশ)-এর সাবেক হেলথ কর্মকর্তার বাড়ির পারিবারিক রাস্তাটি নিয়ে ওয়ারিশানদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পড়ে বিষয়টি নিয়ে বেশ কয়েক বার শালিসও বসে।
এক পর্যায়ে পারিবারিক রাস্তার বিষয়টি সমাধানের লক্ষে স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমেদ ও ৫নং ওয়ার্ডের মেম্বার মাসুক ভূইয়ার আন্তরিক প্রচেষ্টায় একটি সৌহার্দপূর্ণ সমাাধান আসলে গত শনিবার ৯ নভেম্বর সকালে পারিবারিক রাস্তাটি স্থায়ীভাবে সীমানা পিলার ও গাইড ওয়াল নির্মাণসহ রাস্তায় ঢালাই কাজ সম্পন্ন করা হয়।
উক্ত রাস্তার যাবতীয় নির্মাণ ব্যয় বহন করেছেন সাবেক থেলথ কর্মকর্তার ছেলে লন্ডন প্রবাসী সোহেল আমিন।
দ.ক.২৫