স্টাফ রিপোর্টার: পরীক্ষার সফল আয়োজনের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনার তাগিদে গতকাল
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত “বিবেকানন্দ মেধাবৃত্তি ২০২৫” পরীক্ষা এক দীর্ঘ এক যুগে পদার্পণ করতে যাচ্ছে। এই দীর্ঘ পথচলায় আপনাদের আন্তরিক ও নিঃস্বার্থ সহযোগিতা ও নিষ্ঠা আমাদের অনুপ্রেরণার উৎস।
আসন্ন বৃত্তি পরীক্ষার সফল আয়োজনের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনার তাগিদে গতকাল ৭ নভেম্বর. সকাল ১০:০০ টায়, স্থানীয় মুসলিম কোয়ার্টার মুখ সংলগ্ন ব্রাইট একাডেমিতে কক্ষ পরিদর্শকদের নিয়ে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজন সফলভাবে সম্পাদিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ এর আহ্বায়ক সৌমিত্র শেখর দাশ। ও বিবেকানন্দ মেধাবৃত্তি -২০২৫ এর সদস্য সচিব জুয়েল রায়
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ।
দ।.ক.সিআর.২৫