স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। আজ (শনিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন জেলা প্রশাসক দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন।
দ.ক.সিআর.২৫