স্টাফ রিপোর্টার: দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। এদিকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথের কেন্দ্রীয় নেত্রী হিসেবে পরিচিত, বেগম খালেদা জিয়ার স্নেহের শাম্মী আক্তার শিপা'র মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে শিপা'র গ্রহণযোগ্যতা ও সক্রিয় ভূমিকা বিবেচনা করেই তাকে প্রার্থী হিসেবে গুরুত্ব দিচ্ছে বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শাম্মী আক্তার শিপা'র সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্ব ও জনপ্রিয়তা আগামী নির্বাচনে বিএনপিকে নতুন মাত্রা দিতে পারে।
শাম্মি আক্তার নিয়মিত তার নির্বাচনী এলাকার জনগণকে সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দ.ক.সিআর.২৫