মহিবুর তালুকদার শিবলু, সীমান্ত প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৮ লক্ষ ১৪ হাজার ৮৪০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, বিভিন্ন প্রকার বিস্কুট, বাসমতি চাউল, কম্বল ও যানবাহন আটক করে।
রবিবার (২নভেম্বর) ৮:৩০ ঘটিকার সময় সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহলদল ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশী করে ভারত হতে অবৈধপথে আনা বিপুল পরিমান ভারতীয় জিরাসহ ট্রাকটি আটক করে, যার মূল্য ৬৪ লক্ষ ২৫ হাজার টাকা। এছাড়াও এই স্থানে আরোও পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বলসহ একটি পিকআপ আটক করা হয়, যার মূল্য ৩১ লক্ষ ২৯ হাজার ৮৪০ টাকা।
অপরদিকে ০২ নভেম্বর সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা, ০১ বোতল মদ, এবং ০৬ বোতল বিয়ার জব্দ করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৫৩ হাজার টাকা।
পরিচালিত অভিযানগুলোর ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেউ চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।”
জব্দকৃত সকল মালামাল এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে এবং গাঁজা, বিয়ার এবং মদ মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
দ.ক.সিআর.২৫