আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবিদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ভয়াবহ অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষের লেনদেনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে তহসিলদার আবিদ আলী খাজনা আদায়ের নামে অবৈধভাবে অতিরিক্ত টাকা নিচ্ছেন। রহস্যজনক কারণে বিষয়টি জানাজানি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
কাকাইলছেও ইউনিয়নের বাসিন্দা আপেল মিয়া বলেন, আমি আমার বাবার আব্দুল আওয়াল নবীর নামে খাজনা দিতে গেলে তহসিলদার ৪ হাজার টাকা নেন, কিন্তু রসিদ দেন মাত্র ১ হাজার ৪ শ’ টাকার। অর্থাৎ অতিরিক্ত ২৬ শ’ টাকা নিজের কাছে রাখেন।
একই এলাকার মো. সাইফুল মিয়া জানান, “আমি খাজনা দিতে গেলে ৩ হাজার টাকা নেন, কিন্তু রসিদ দেন ২ হাজার ৩ শ’ টাকার। অতিরিক্ত ৭ শ’ টাকা ঘুষ হিসেবে নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবেল মিয়া নামে এক ব্যক্তি লিখেছেন, আমি খাজনার চেক কাটাতে গেলে তহসিলদারের সহযোগী ১ লাখ টাকা দাবি করেন। পরে আবিদ আলীর সঙ্গে কথা বললে তিনি ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। দর কষাকষির পর চেক কাটা হয়, কিন্তু রসিদ দেখে আমি হতাশ।
অভিযোগের বিষয়ে তহসিলদার আবিদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোকে “ভুয়া ও ভিত্তিহীন” বলে মন্তব্য করেন। তবে অতিরিক্ত টাকার বিষয়ে প্রশ্ন করা হলে ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর কোনো কল রিসিভ করেননি।
তহসিলদার আবিদ আলীর ঘুষ বাণিজ্য নিয়ে কাকাইলছেও ইউনিয়নে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ মে এই আবিদ আলী নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা থাকাকালিন ৫০ লাখ টাকা ঘোষদাবীর অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছি।
দ.ক.সিআর.২৫